খেলাধুলা এবং বিনোদন
ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ড বল, কাবাডি, হকি, কারাতে, ব্যাডমিণ্টন, সাঁতার, এ্যাথলেটিক্স ইত্যাদি ।
খেলাধুলার সহানঃ
জয়পুরহাট জেলা স্টেডিয়াম, কালেক্টরেট মাঠ, পুলিশ লাইন মাঠ, খনজনপুর উচ্চ বিদ্যালয় মাঠ, বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ।
খেলাধুলার জন্য মাঠ ও স্টেডিয়াম এর অবসহানঃ
জয়পুরহাট সদরে জয়পুরহাট স্টেডিয়াম ব্যতিত তেমন কোন উল্লেখযোগ্য খেলার মাঠ নাই । তবে জয়পুরহাট স্টেডিয়াম মাঠ কোন অনুষ্ঠানের কারনে ব্যস্ত থাকলে জয়পুরহাট কালেক্টরেট মাঠ, জয়পুরহাট পুলিশ লাইন মাঠ, খনজনপুর উচ্চ বিদ্যালয় মাঠ এবং জয়পুরহাট বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ব্যবহার করা হয়। এতদব্যতিত উপজেলা পর্যায়ে পাঁচবিবি উপজেলায় একটি স্টেডিয়াম আছে ।
বাৎসরিক অনুষ্ঠিত খেলাধুলার তালিকাঃ
ক) ফুটবল টুর্ণামেণ্ট, খ) ফুটবল লীগ, গ) ক্রিকেট লীগ, ঘ) বয়স ভিত্তিক ক্রিকেট টূর্ণামেণ্ট,ঙ) স্কুল ক্রিকেট টূর্ণামেণ্ট, চ) ভলিবল টূর্ণামেণ্ট, ছ) হ্যান্ড বল টূর্ণামেণ্ট, জ) কাবাডি টূর্ণামেণ্ট , ঝ) কারাতে টূর্ণামেণ্ট, ঞ) ব্যাডমিণ্টন টূর্ণামেণ্ট, ট) সাঁতার প্রতিযোগীতা, এবং ঠ)ব্যাৎসরিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা ।
প্রচলিত খেলার বিবরণঃ
১৫০ বছর পূর্ব হতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের দরগাতলী নামক স্থানে প্রতি বছর দুর্গাপূজার ২ দিন পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় । এই লাঠি খেলাকে কেন্দ্র করে সেখানে ১ দিনের বিশাল মেলার আয়োজন হয়ে থাকে । মেলায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে ।
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা কার্যনির্বাহী কমিটি:
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা কার্যনির্বাহী কমিটি:
পদবী
|
নাম
|
সভাপতি
|
জেলা প্রশাসক
|
সহ-সভাপতি
|
পুলিশ সুপার
অতি: জেলা প্রশাসক(সার্বিক)
এ্যাড:মোমিন আহমেদ চৌধুরী
মোহাম্মদ গোলাম হাক্কানী
এ্যাড:গোলাম মোকাররম চৌধুরী জুয়েল
|
সাধারণ সম্পাদক
|
মাহবুব মোরশেদ আলম লেবু(০১৭১২০৩৩৮০৮)
|
সহ-সাধারণ সম্পাদক
|
মো: রাশেদুজ্জামান বিপ্লব
|
যুগ্ন সম্পাদক
|
গোলাম মোস্তাফা
সুমন কুমার সাহা
|
কোষাধ্যক্ষ
|
কে এম শহীদ ইকবাল সদু
|
কার্যনির্বাহী সদস্য
|
মো: আহসান কবীর এপ্লব
মো: কবির আকবর চৌধুরী তাজ
এম.এম. গাজিউল আলম
গোলাম মাহফুজ চৌধুরী
মো: জহরুল ইসলাম
মো: বজলুর রশিদ
মনিরুল শহীদ মন্ডল মুন্না
এ.ই.এম. মাসুদ রেজা
মাহমুদ হোসেন হিমু
মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক
মো: রফিকুল আলম
মো: রাশেদুল আহসান
মো: রোমানুর রহমান
এ.টি.এম শফিউল ইসলাম হেলাল
মিসেস শাম্মিম আরিফ সাজ
মিসেস সেলিনা সোলায়মান
জেলা ক্রীড়া অফিসার
|
No comments:
Post a Comment