জয়পুরহাট জেলার ভাষাঃ
জয়পুরহাট জেলাব্যাপী সুনির্দিষ্ট কোন নিজস্ব আঞ্চলিক ভাষা নেই। আনুমানিক দশ মাইল পর পর ভাষার পার্থক্য কমবেশি বুঝা যায়। জয়পুরহাট ও পাঁচবিবির পশ্চিমাঞ্চল জুড়ে প্রায় এক ধরনের আঞ্চলিক ভাষা প্রচলিত, যেমন - তুই ভাত খালু? (তুমি/তুই/ভাত খেয়েছ/খেয়েছিস)। আঞ্চেলপুর,ক্ষেতলাল ও কালাই উপজেলার মানুষ একটু টেনে কথা বলেন। এখানে বগুড়ার আঞ্চলিক ভাষার প্রভাব দেখা যায়। যেমন তুই কোটে যাচ্ছু বারে (তুই কোথায় যাচ্ছিস)? এখানে বারে শব্দটি যেন অলঙ্কার কোন অর্থ বহন করে না। তবে শিক্ষিতদের একাংশ চলিত ভাষায় কথা বলেন (এদের সংখ্যা কম)।
এটা উঙ্কা ক্যা? |
I = মুই
My=হামার
Our=হাংগে
Your=তুরি/তুরগে
Where = কোন্টে/কোটে
Here = এটে There = ওটে
Kitchen = পাকঘর/আন্দন ঘর
Bedroom = শোতার ঘর
Understand!? = বুজা পাচু
Let's go = চ দিনি যাই
Daily = লিত্তি
Everyone = বেকেই
Finger = লগ
ইঙ্কা করে কলে হবে ? |
Boy = চেংরা
Girl = চেংরি
Body = গাও
Boot = লৌকা
Mud = কাদো
Shower = ডুব দেওয়া
Goat = বরকি
Dog = কুত্তা
Cat = বিলাই
Sleep = নিন পারা
Leg = ঠ্যাং/পাও
Song = গীত
Quarrel = ক্যাচাল
Alley = শুললি
Enter = শিলানো
Mother in law = শাউর
I don't know = মুই জানো না
Don't act like a dumb = ভুংগি করিস না
তো
কা বারে কেঙ্কা লাগলো কবিন কিন্তু ""....!!!! |
Why r u doing this = ইংকা করোচ কা
Not feeling well = কেচ্চু ভাল্লাগোচেনা
This = এটা
That = ওটা
Why is it like that = এটা উঙ্কা ক্যা?
Did you go there = ওটে গেচুলু?
Did you eat = খাচু ?
Do you know me = মোক চিনিস ?
Like/like that = মনত ধরা
These = এলা
Those = ওলা/সেলা
Little bit = মিচ্চেনা/ অল্প এনা
Down below = লিচে
Wanna go = যাবু ?
Wanna eat = খাবু ?
Pursuance/convincing = পটান
Stick = শিমটা
Beating stick = পান্টি
Will it work if you say it like that = ইঙ্কা করে
কলে হবে ?
Broom = শামটা
Gave = দেনু
Said = কনু
Lost = হারানু
Won = জিতনু
Wanna get beat = কোবান খাবু/ বসান
খাবু ?
hey sister= কা বু
hey mister= কা বারে
Life= জিউ
Pond=পকর
River=লদী
Road=আস্তা
Rickshaw=এস্কা
Dark=আন্দার
Eid=রীদ
Moon=চাঁন
Morning=বরভান
Night=আত
Slight=মিচ্চেনা/একনা এনা
Poor= বেন্না
Take it= লেও/লে
hesitation- ভজকট
touch-লারা
Sun light-ওদাই।।
ঊপরের সব গুলোই আমাদের আঞ্চলিক
ভাষা।।
""কা বারে কেঙ্কা লাগলো কবিন
কিন্তু ""....!!!!
No comments:
Post a Comment