Wednesday, March 16, 2016

এক নজরে জয়পুরহাট জেলা,Bangladesh

এক নজরে জেলা:-জয়পুরহাট জেলা

 

এক নজরে জয়পুরহাট জেলা:
সাধারণ তথ্যঃ
০১ অবস্থানঃ উত্তরে গাইবান্ধা ও দিনাজপুর জেলা এবং ভারত।  দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা। পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা। পশ্চিমে নওগাঁ জেলা ও  ভারত।
০২ জেলার আয়তনঃ ৯৬৫.৪৪ বর্গ কিলোমিটার।
০৩ মোট উপজেলার সংখ্যাঃ ০৫ টি।
০৪ মোট পৌরসভার সংখ্যাঃ ০৫ টি। (০২ টি ‘ক’ শ্রেণী,  ০২ টি ‘খ’ শ্রেণী ও ০১ টি ‘গ’ শ্রেণী)
০৫ মোট ইউনিয়নের সংখ্যাঃ ৩২ টি।
০৬ মোট গ্রামের সংখ্যাঃ ৯৮৮ টি।
০৭ মোট মৌজার সংখ্যাঃ ৭৬২ টি।
০৮ মোট লোকসংখ্যাঃ ৯,৫০,৪৪১ জন। (৪,৭৭,৭২৩ জন পুরুষ, ৪,৭২,৭১৮ জন মহিলা)              (২০১১ শুমারী অনুযায়ী)
    
০৯ জনসংখ্যার ঘনত্বঃ ৯০৪ জন প্রতি বর্গ কিলোমিটারে
১০ মোট ভোটার সংখ্যাঃ ৬,৪০,১৭৭ জন (৩১৬,৩৮৯ জন পুরুষ এবং ৩২৩,৭৮৮ জন নারী)।
১১ সংসদীয় আসন সংখ্যাঃ ০২ টি। (৩৪- জয়পুরহাট-১, ৩৫-জয়পুরহাট-২)
১২ সুগার মিলঃ ০১ টি
১৩ খনিজ সম্পদঃ চুনা পাথর ও কয়লা
১৪ নদীর সংখ্যাঃ ০৫ টি (ছোট যমুনা-জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা, তুলসী গঙ্গা - জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা, চিরি নদী  -  পাঁচবিবি উপজেলা, হারামতি নদী - পাঁচবিবি উপজেলা, শ্রী নদী - চকবরকত, জয়পুরহাট সদর উপজেলা)
১৫ ডাকঘরঃ ৭৭ টি (০১ টি প্রধান ডাকঘর, ০৪ টি উপজেলা ডাকঘর, ০২ টি সাব ডাকঘর ও ৭০ টি শাখা (ইডি) ডাকঘর
১৬ আঞ্চলিক সড়কঃ ৪২ কি:মি:
১৭ সীমান্তঃ ৩৫.১ কি:মি:
১৮ মোট রেললাইনঃ ৩৮.৮৬ কি:মি:
১৯ ফায়ার সার্ভিস স্টেশনঃ ০৩ টি (জেলা সদরে-২ টি ও পাঁচবিবি উপজেলায়-১ টি)
২০ খাদ্য ভান্ডার ০৭ টি (সদর -০১ , ক্ষেতলালে -০১ , আক্কেলপুরে -০২ , পাঁচবিবিতে -০১ ও কালাই- ০২)
২১ পেট্রোল পাম্প ০৬ টি। (সদরে ০২ টি, ক্ষেতলালে ০১ টি, পাঁচবিবিতে ০১ টি, কালাই-এ- ০১ টি, আক্কেলপুরে ০১ টি)
২২ থানা ও ফাঁড়ির সংখ্যাঃ ০৭ টি। (০৫ টি থানা, ০২ টি ফাঁড়ি)
২৩
বিডিআর (BOP) ক্যাম্পের সংখ্যাঃ
০১ টি
২৪ শিক্ষার হারঃ ৬৪%



শিক্ষা সংক্রান্ত
০১ কলেজ ৪০ টি। (সরকারি-৩, গার্লস ক্যাডেট কলেজ-১, বেসরকারী-৩৬)
০২ মাধ্যমিক বিদ্যালয় ১৪৬ টি। (সরকারি-৪, বেসরকারী-১৪২)
০৩ প্রাথমিক বিদ্যালয় ৩৭১ টি। (সরকারি-৩৬৭, বেসরকারী-৪)
০৪ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ১৩ টি। (বেসরকারী)
০৫ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ০১ টি ।(সরকারী)
০৬ মাদ্রাসা ১২২ টি।(কামিল-৫,ফাজিল-১১,আলিম-১৬,দাখিল-৮৫,এবতেদায়ী-৫)
০৭ পিটিআইঃ ০১টি।
০৮ শিশু কল্যান পরিবার কেন্দ্র ০১ টি।
০৯ এতিমখানাঃ ২৭ টি। (সরকারী-১, ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারী-২৬ টি)
১০ মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ শিক্ষা প্রতিষ্ঠান ২৩৪ টি।
১১ লাইব্রেরীর সংখ্যাঃ ০১ টি (সরকারী)।
১২ প্রাথমিক বিদ্যালয় হতে ঝরে পড়ার হারঃ ১১.৩১ %।

কৃষি সংক্রান্ত :
০১ মোট জমির পরিমানঃ ৯৬,৫৪৪ হেক্টর।
০২ মোট আবাদযোগ্য জমির পরিমানঃ ৮১,২৯৭ হেক্টর।
০৩ এক ফসলী জমির পরিমানঃ ১,৩৫৪ হেক্টর।
০৪ দুই ফসলী জমির পরিমানঃ ১৯,৭৮১ হেক্টর।
০৫ তিন ফসলী জমির পরিমানঃ ৫৮,২৯৪ হেক্টর।
০৬ মোট ফসলী জমির পরিমানঃ ২২৩২৭০ হেক্টর।
০৭ মোট কোল্ড স্টোরেজ এর সংখ্যাঃ ১৬ টি

সমাজসেবা বিভাগ সংক্রান্তঃ
০১ বয়স্ক ভাতাঃ ১৯,৮৩৪ জন (মাসিক ৪০০/- টাকা হারে)
০২ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাঃ ৭৭১ জন (মাসিক ৫০০০/- টাকা হারে)
০৩ প্রতিবন্ধী ভাতাঃ ৭,৫৫৩ জন (মাসিক ৫০০/- টাকা হারে)
০৪ প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিঃ ৩৩২ জন (১ম-৫ম শ্রেণী ৩০০/- টাকা, ৬ষ্ঠ-১০ম শ্রেণী ৪৫০/-টাকা, একাদশ-দ্বাদশ শ্রেণী ৬০০/-টাকা, ডিগ্রী-মাস্টার্স শ্রেণী ১০০০/- টাকা হারে)
০৫ বিধবা ভাতাঃ ৯,২৩৭ জন (মাসিক ৪০০/- টাকা হারে)
০৬ হিজড়া ভাতাঃ ৩৭ জন (মাসিক ৪০০/- টাকা হারে)
০৭ হিজড়া শিক্ষার্থীর উপবৃত্তিঃ ০২ জন (মাসিক ৪৫০/- টাকা হারে)

স্বাস্থ্য বিষয়ক তথ্যঃ
০১ জেলা আধুনিক হাসপাতাল (১৫০ শয্যা বিশিষ্ট) ০১ টি।
০২ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র (৫০ শয্যা বিশিষ্ট) ০৫ টি, (৫০ শয্যা-৪, ৩১ শয্যা -১)
০৩ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রঃ ১২ টি।
০৪ কমিউনিটি ক্লিনিকঃ ১১২ টি।

পরিবার পরিকল্পনা বিষয়ক তথ্যঃ
০১ মা ও শিশু কল্যাণ কেন্দ্রঃ ০১ টি।
০২ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ২৫ টি।
০৩ ডব্লিউ সি ০১ টি।
০৪ পরিবার পরিকল্পনা ইউনিটের সংখ্যাঃ ১৮৬ টি।
০৫ স্থুল জন্ম হারঃ (CBR) ৯.৬৪  (প্রতি হাজারে)
০৬ স্থুল মৃত্যু হারঃ (CDR) ২.৭৪ (প্রতি হাজারে)
০৭ জনসংখ্যা বৃদ্ধির হারঃ .৬৫ %
০৮ সক্ষম দম্পতির সংখ্যাঃ ২,১৩,৬৫৩ টি
০৯ পরিবার পরিকল্পনা গ্রহণকারীর সংখ্যাঃ ১,৮১,৩৭২ টি
১০ পরিবার পরিকল্পনা গ্রহণকারীর হারঃ (CAR) ৮৪.৮৯%
  প্রাণি সম্পদ বিষয়ক তথ্যঃ
 রেজিস্ট্রিকৃত খামারের সংখ্যা:
০১ গাভীর ফার্মঃ ৫০৮ টি
০২ ছাগলের ফার্মঃ ৪২ টি
০৩ ভেড়ার ফার্মঃ ১২ টি
০৪ মুরগীর ফার্মঃ ক) লেয়ার মুরগীর ফার্ম-১৯৮ টি
খ) ব্রয়লার মুরগীর ফার্ম-১২৭৩ টি
০৫ হাঁসের ফার্মঃ ০৮ টি
মৎস্য বিষয়ক তথ্য
০১ মোট পুকুরের সংখ্যাঃ ১৪,৪৪৬ টি (সরকারী ১৫১০টি)
০২ মৎস্য চাষের অধীন পুকুরের সংখ্যাঃ ১৪,৪৪৬ টি
০৩ পোনা উৎপাদনে ব্যবহৃত পুকুরের সংখ্যাঃ ৩৫০ টি
০৪ মোট উৎপাদনঃ ১২,৫৭০.৩১ মে:টন ( আনুমানিক)
 জনস্বাস্থ্য বিষয়ক তথ্য
০১ টিউবওয়েলের সংখ্যাঃ ১২,২৮৭ টি (সরকারী)
২,০০,০০০ টি (বেসরকারী)
০২ স্যানিটারী ল্যাট্রিন এর সংখ্যাঃ ২,৩৫,৬০৬ টি (পরিবার)
০৩ মোট পরিবারঃ ২,৪৪,৪৮৩ টি

 সমবায় বিষয়ক তথ্যঃ
০১ কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যাঃ
ক) সাধারণ
খ) পল্লী উন্নয়ন বোর্ডের অধীন
০৯ টি
০৪ টি
০৫ টি
০২ প্রাথমিক সমবায় সমিতির সংখ্যাঃ
ক) সাধারণ
খ) পল্লী উন্নয়ন বোর্ডের অধীন
১৬২১ টি
১০৬২ টি
৬৭৮ টি
০৩ সমবায় সমিতির সদস্য সংখ্যাঃ ৬০০২৪ জন
০৪ শেয়ার মূলধনঃ ২,৮৩,১৭,০০০/-
০৫ সঞ্চয়ী আমানতঃ ৩৬,৮৪,০০০/-
০৬ ভূমিহীন সমবায় সমিতির সংখ্যাঃ ৩০ টি
০৭ মৎস্যজীবি সমবায় সমিতির সংখ্যাঃ ২৯১ টি
০৮ যুব সমবায় সমিতির সংখ্যাঃ ৯২ টি
০৯ সমবায় সমিতির প্রকল্পের সংখ্যাঃ ৫৩ টি
রাজস্ব সংক্রান্ত:
০১ মোট উপজেলা ভূমি অফিসের সংখ্যাঃ ০৫ টি।
০২ মোট ইউনিয়ন ভুমি অফিসের সংখ্যাঃ ৩১ টি।
০৩ মোট হাট-বাজারের সংখ্যাঃ ৭২ টি।
০৪ মোট বালুমহালের সংখ্যাঃ ১৪ টি।
০৫ মোট খাস জলমহালের সংখ্যাঃ ১৮৯০ টি।
০৬ ২০ একরের উর্ধ্বে জলমহালের সংখ্যাঃ ০৩ টি।
০৭ ২০ একরের নিচে জলমহালের সংখ্যাঃ ১৮৮৭ টি।
০৮ মোট বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমান ২৫৮৪.৫১ একর
০৯ মোট বন্দোবস্তকৃত কৃষি খাস জমির পরিমান ২৫৭৭.৪৮ একর
১০ অবশিষ্ট বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান ৭.০৩ একর
১১ উপকারভোগী পরিবারের সংখ্যা ৭৭২৮ টি
১২ বাস্তবায়িত আদর্শ গ্রামের সংখ্যাঃ ৫০টি
১৩ বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্পের সংখ্যাঃ ৭১ টি
১৪ বাস্তবায়িত গুচ্ছ গ্রামের  সংখ্যাঃ ০২ টি
১৫ মোট উপকারভোগী পরিবারের সংখ্যা ৫১৯০টি

 ঐতিহাসিক স্থানঃ
ক্র:নং ঐতিহাসিক স্থানঃ যে উপজেলায় অবস্থিত
০১ বেল আমলা বারশিবালয় (শিব মন্দির) জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট
০২ পাগলা দেওয়ান বদ্ধভূমিঃ জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট
০৩ ভীমের পান্টিঃ মঙ্গলবাড়ী, জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট
০৪ পাথরঘাটা মাজারঃ পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট
০৫ লকমা জমিদার বাড়িঃ পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট
০৬ নিমাই পীরের মাজারঃ পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট
০৭ গোপীনাথপুর মন্দিরঃ আক্কেলপুর উপজেলা, জয়পুরহাট
০৮ হিন্দা কসবা জামে মসজিদঃ ক্ষেতলাল উপজেলা, জয়পুরহাট

 দর্শনীয় স্থানঃ
ক্র:নং দর্শনীয় স্থানঃ যে উপজেলায় অবস্থিত
০১ শিশু উদ্যানঃ জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট
০২ বাস্তবপুরীঃ জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট
০৩ নান্দাইল দীঘিঃ কালাই উপজেলা, জয়পুরহাট
০৪ আছরাঙ্গা দীঘিঃ ক্ষেতলাল উপজেলা, জয়পুরহাট

যোগাযোগ বিষয়ক তথ্যঃ
ক) সড়ক যোগাযোগঃ
০১ পাকা রাস্তা ৩৪২.৫৯ কি:মি:
০২ আধাপাকা রাস্তা ৬১.৫৯ কি:মি:
০৩ কাঁচা রাস্তা ১৫৬৯ কি:মি:

খ) রেল যোগাযোগঃ
০১ মোট রেলপথঃ ৩৮.৮৬ কি:মি:
০২ মোট রেল স্টেশনের সংখ্যাঃ ০৮ টি। ( জয়পুরহাট সদর, পাঁচবিবি, জামালগঞ্জ,  আক্কেলপুর, জাফরপুর, তিলকপুর, পুরানাপৈল ও বাগজানা)



 সমবায় বিষয়ক তথ্যঃ
০১ কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যাঃ
ক) সাধারণ
খ) পল্লী উন্নয়ন বোর্ডের অধীন
০৮ টি
০৩ টি
০৫ টি
০২ প্রাথমিক সমবায় সমিতির সংখ্যাঃ
ক) সাধারণ
খ) পল্লী উন্নয়ন বোর্ডের অধীন
১৭৪১ টি
১০৬২ টি
৬৭৯ টি

ধর্মীয় উপাসনালয় সংক্রান্তঃ
০১ মসজিদের সংখ্যাঃ ২০১৩ টি
০২ মসজিদ ভিত্তিক পাঠাগারের সংখ্যাঃ ১৮৬ টি
০৩ প্রশিক্ষণ প্রাপ্ত ইমামের সংখ্যাঃ ৬৭৫ জন
০৪ মোট ইমামের সংখ্যাঃ ২২০০ জন
০৫ মোট মন্দিরের সংখ্যাঃ ৪৫ টি
০৬ মোট গির্জার সংখ্যাঃ ০২ টি

টেলিফোন বিষয়ক তথ্যঃ
০১ টেলিফোন এক্সচেঞ্জঃ মোট ০৫ টি

 ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী বিষয়ক তথ্যঃ
০১ জয়পুরহাট জেলায় নৃ-তাত্ত্বি জনগোষ্ঠীর সংখ্যাঃ ৪৭,০০০ প্রায় (তথ্য সূত্র : পাঁচবিবি আদিবাসী সংস্থা, জয়পুরহাট)।
০২ নৃ-তাত্ত্বি জনগোষ্ঠীর জাতিগত নামঃ সাঁওতাল, ওরাঁও, মুন্ডা, মহালী, মোহান্ত, রবিদাস, রাজবংশী প্রভৃতি।
০৩ নৃ-তাত্ত্বি জনগোষ্ঠীর শিক্ষার হারঃ ৬-৮% (পাঁচবিবি উপজেলায় প্রি-স্কুল ব্যবস্থার কল্যাণে শিশুদের ৩৪ টি স্কুলে উপস্থিতির হার ১০০%)।

No comments:

Post a Comment